গণশুনানির নোটিশ
এতদ্বারা কর অঞ্চল-রংপুর এর নিবন্ধিত সকল সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ কর অঞ্চলের অধীক্ষেত্রাধীন করদাতাদের আয়কর সেবা প্রদানের বিষয়ে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার (সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল 11.00 ঘটিকায় কর কমিশনার, কর অঞ্চল-রংপুর এর সভাপতিত্বে কর অঞ্চল-রংপুরের সম্মেলন কক্ষে (৪র্থ তলায়) গণশুনানি অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠেয় গণশুনানিতে সম্মানিত করদাতা অথবা করদাতার মনোনীত প্রতিনিধিগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
|
(মোঃ শাহীন আক্তার হোসেন) কর কমিশনার (চলতি দায়িত্ব) কর অঞ্চল-রংপুর ফোনঃ 02589962204 ই-মেইল: taxeszone_rangpur@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস